THE LAND REFORMS RULES, 1984

প্রস্তাবনা
No. S.R.O. 181-L/84-L & L.R.-In exercise of the powers conferred by
section 22 of the Land Reforms Ordinance, 1984 (Ordinance No. X of 1984),
the Government is pleased to make the following rules, namely:-
বিস্তারিত / তফসিল
ফরম 'ক'
১৯৮৪সনের ভূমি সংস্কার অধ্যাদেশের১১ ধারার (১) উপ-ধারাএবং উহার অধীনে প্রণীতভূমি সংস্কার বিধিমালার ৩(১) বিধিঅনুসারে বর্গাচুক্তি রদের জন্য দাখিলকৃতপ্রার্থনার উপর কারণ দর্শানোরনোটিশ।
প্রতিঃনাম............
পিতারনাম………………
ঠিকানা………………..
যেহেতুআমার নিকট এই মর্মেঅভিযোগ করা হইয়াছে যে, আপনি বর্গাদার...... ..নং বর্গাচুক্তি নামায়বর্ণিত মালিকের জমি বর্গা চাষেরজন্য গ্রহণ করিয়াও ১৯৮৪ সনের ভূমিসংস্কার অধ্যাদেশের.. ধারা/উপ-ধারাভংগ করিয়াছেন;
সেহেতু১৯৮৪ সনের ভূমি সংস্কারঅধ্যাদেশের এবং উহার অধীনেপ্রণীত বিধি অনুযায়ী কেনআপনার বর্গাচুক্তি বাতিল করা হইবে না, তাহার কারণ অত্র নোটিশপ্রাপ্তির চৌদ্দ দিনের মধ্যে দর্শাইবার জন্য আপনাকে নির্দেশদেওয়া হইল। কারণ দর্শাইতেব্যর্থ হইলে আপনার অন,পস্হিতিতে একতরফাভাবে ব্যবস্হা গ্রহণ করা হইবে।
মোকাম………..
তারিখ.........
নির্ধারিত কর্তৃপক্ষ।
ফরম ‘খ’
১৯৮৪সনের ভূমি সংস্কার অধ্যাদেশের১২ ধারার (৪) উপ-ধারারএবং উহার অধীনে প্রণীত 8 (1) বিধি মালিকের প্রতি নোটিশ।
প্রতিঃনাম............
পিতারনাম………………
ঠিকানা………………..
যেহেতুআমার নিকট বর্গাদার কর্তৃকঅভিযোগ করা হইয়াছে যেআপনি...................নং বর্গাচুক্তি ভূমির ১৯…….. সনেরউৎপন্ন শস্যের আপনার প্রাপ্য অংশ গ্রহণ করিতেঅস্বীকার করিয়াছেন, অথবা গ্রহণ করিয়ারশিদ প্রদান করিতে অশ্বীকার করিয়াছেন; সেহেতু আপনাকে এই মর্মে নির্দেশদেন। যাইতেছে যে, অত্র নির্দেশপ্রাপ্তির চৌদ্দ দিনের মধ্যে আপনি আপনার প্রাপ্যফসল বর্গাদারের নিকট হইতে গ্রহণকরিয়া নির্ধারিত ফরমে রশিদ প্রদানকরিবেন। অন্যদার উচ্চ তারিখের পরেআপনার প্রাপ্য ফসল বিক্রয় করিয়াবিক্রয়লব্ধ মূল্য নিম্নবাক্ষরকারীর নিমট জমা দেওয়ারজন্য বর্গাদারকে অনুমতি প্রদান করা হইবে।
মোকাম………..
তারিখ.........
নির্ধারিত কর্তৃপক্ষ।
ফরম ‘গ’
১৯৮৪সনের ভূমি সংস্কার অধ্যাদেশের১২ ধারার (৭) উপ-ধারাএবং উহার অধীনে প্রণীতভূমি সংস্কার বিধিমালার ৪ (২) বিধিঅনুসারে মালিকের অংশের টাকার প্রাপ্তি রশিদ।
১। মালিকের নাম ও ঠিকানা:
২। বর্গাদারের নাম ও ঠিকানা:
৩। বর্গা চুক্তিনামার নম্বরঃ
৪। মোট উৎপন্ন শস্যেরবিবরণী ও পরিমাণঃ সন ……....মৌসুম…………… পরিমাণ...............
৫। মালিকের প্রাপ্য অংশ ও পরিমাণঃ অংশ ………………পরিমান………উপরে বর্ণিত মালিকের প্রাপ্য ফসলের অংশ মালিক গ্রহণনা করায় উহার বিক্রয়লব্ধ অর্থ মোট……..টাকা অন্যনির্ধারিত কর্তৃপক্ষকে বুঝাইয়া দিলাম ।
বর্গাদারের স্বাক্ষর/টিপসহি ।
মালিকেরপ্রাপ্য অংশের বিরুলের অর্থ মোট …………………টাকা বুঝিয়া পাইলাম।
নির্ধারিত কর্তৃপক্ষ।
ফরম ‘ঘ’
১৯৮৪সনের ভূমি সংস্কার অধ্যাদেশের১২ ধারার (৯) উপ-ধারাএবং উহার অধীনস্থ প্রনিত বিধিমালার ৪(৩) ধারা অনুযায়ী মালিকেরপ্রতি নোটিশ।
প্রতিঃনাম............
পিতারনাম………………
ঠিকানা………………..
যেহেতুভূমি সংস্কার বিধিমালার ৪ ( ১) বিধিঅনুযায়ী ইতিপূর্বে আপনাকে আপনার বর্গাদারের নিকট হইতে প্রাপ্যফসল গ্রহণ করার নির্দেশ দেওয়াসত্ত্বেও আপনি ঐ নির্দেশিঅমান্য করিয়াছেন এবং যেহেতু আপনারবর্গাদার আপনার প্রাপ্য ফসল বিক্রয় করিয়া ……………… টাকা (অংকেও কথায় ) আমার নিকট জমা দিয়াছেন;
সেহেতুঅর নোটিশ প্রাপ্তির এক মাসের মধ্যেআমার নিকট হইতে ফসলবিক্রয়লব্ধ অর্থ গ্রহণ করারজন্য আপনাকে নির্দেশ দেওয়া যাইতেছে। অন্যথায় অতঃপর ঐ টাকা আপনারনামে রেভিনিউ ডিপজিটে ট্রেজারী বা ব্যাংকে জমাদেওয়া হইবে।
মোকাম………..
তারিখ.........
নির্ধারিত কর্তৃপক্ষ।
ফরম ‘ঙ’
১৯৮৪সনের ভূমি সংস্কার অধ্যাদেশের১২ ধারার (১০) উপ-ধারাএবং উহার অধীনে প্রণীতবিধিমালার ৪ (৩) বিধিঅনুযায়ী মালিকের প্রতি নোটিশ।
প্রতিঃনাম............
পিতারনাম………………
ঠিকানা………………..
এতদ্বারাআপনাকে জানানো যাইতেছে যে, যেহেতু আপনিআপনার প্রাপ্য ফসলের বিক্রয়লব্ধ..... ..টাকা নিম্নস্বাক্ষরকারীর নিকট হইতেগ্রহণ করার জন্য নির্দেশদেওয়ার পরও আপনি ঐটাকা গ্রহণ করিতে ব্যর্থ হইয়াছেন;
সেহেতুঐ টাকা আপনার অনুকুলেট্রেজারী/ব্যাংকে রেভিনিউ ডিপজিট খাতে জমা করা, হইয়াছে।
মোকাম………..
তারিখ.........
নির্ধারিত কর্তৃপক্ষ।
ফরম ‘চ’
বর্গাচুক্তিনামার নম্বর……………তারিখ...............
১৯৮৪সনের ভূমি সংকর অধ্যাদেশের৮ ধারার (১) উপ-ধারাও উহার অধীনে প্রণীত ভূমি সংস্কার বিধিমালার ৬(১) বিধিঅনুসারে ভূমির মালিক ও বর্গাদারের মধ্যেসম্পাদিত চুক্তিনামা।
ভূমিরমালিক বর্গাদার
নামঃ নাম:
পিতারনামঃ পিতার নামঃ
বর্তমানঠিকানাঃ ঠিকানা:
স্থায়ি ঠিকানা:
১৯৮৪সনের ভূমি সংস্কার অধ্যাদেশএবং উহার অধীনে প্রণীতবিধিমালার বর্ণিত সকল শর্ত পালনেঅকারণে হইয়া আমরা মালিক এবং বর্গাদার নিন্দ তপসিল বর্ণিত কৃষি জমি বর্গা চাষে দেওয়ার এবং বর্গা চাষের জন্য গ্রহন করার চুক্তিতে আবদ্ধ হইলাম। উৎপাদনের জন্য ব্যয়………… অংশ মালিক এবং……………অংশ বর্গাদারবহন করিবেন (সম্পর্কে যায় মাণিক বাবর্গাদার বহন করিলে সংশ্লিষ্টব্যক্তির ঘরে 'সম্পর্ণে' কথাটিলিখিতে হইবে)।
অত্র চুক্তিনামা …………সনের..... তারিখহইতে…...সনের……তারিখ পর্যন্ত উপরোল্লিখিত অধ্যাদেশ এবং বিধিমালা অনুসারে বলবৎ থাকিবে।
অদ্য সালের…………তারিখ সেচ্ছায় এবং বিনা প্ররোচনায় নিন্দনলিখিত সাক্ষিগনের সম্মুক্ষে অত্র চুক্তিনামা সম্পাদন করিলাম।
তফসিল
মৌজার নাম………… জিলা………………………
উপ-জেলা/থানা………………..
দাগের এরিয়া | চুক্তিভুক্তএরিয়া | ||||
দাগ নং | জমির শ্রেনি | একর | শতাংশ | একর | শতাংশ |
………………
ভূমির মালিকেরসাক্ষর টিপসহি
……………
বর্গাদারের স্বাক্ষর/ টিপসহি
স্বাক্ষির স্বাক্ষর ও ঠিকানা
১।
২।
৩।
ফরম 'ছ'
১৯৮৪ সনের ভূমি সংস্কার অধ্যাদেশের ৯ ধারার (৫) উপ-ধারা এবং উহার অধীনে প্রণীত ভূমি সংস্কার বিধিমালার ৬(৩) বিধি অনুসারে চুক্তিনামা সম্পাদন করিয়া দেওয়ার নির্দেশ ।
১। মালিকের নাম ও ঠিকানাঃ
২। বর্গাদারের নাম ও ঠিকানাঃ
যেহেতু নিম্নের তফসিলভূক্ত ভূমি ১৯৮৪ সনের ভূমি সংস্কার অধ্যাদেশ আমলে আসার "পূর্বে হইতেই উক্ত বর্গাদার বর্গাচাষ করিতেছেন বলিয়া জানা গিয়াছে;
এবং যেহেতু উক্ত অধ্যাদেশের ৯(২) ধারাবলে উভয় পক্ষের মধ্যে………… তারিখের ভিতর একটি বর্গাচুক্তিনামা সম্পাদিত হওয়া বাধ্যতামূলক ছিল;
এবং যেহেতু আপনি.....মালিক / বর্গাদার ঐরূপে বর্গা-চুক্তিনামা অদ্যাবধি সম্পাদন করিয়া দেন নাই বলিয়া আমার নিকট মালিক/বর্গাদার আবেদন করিয়াছেন এবং উহা পরীক্ষা করিয়া আমার ধারনা জন্মিয়াছে যে উভয় পক্ষের মধ্যে বর্গাচুক্তিনামা সম্পাদিত হওয়া উচিত;
যেহেতু উক্ত অধ্যাদেশের ৯(৫) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আপনি মালিক/বর্গাদারকে নির্দেশ দেওয়া যাইতেছে যে, আপনি অত্র নির্দেশ প্রাপ্তির দুই সপ্তাহের মধ্যে কথিত চুক্তিনামা সম্পাদন করিয়া দিবেন; অন্যথায় নির্দিষ্ট মেয়াদঅন্তে আমি আপনি মালিক/বর্গাদার-এর পক্ষে কথিত বর্গাচুক্তিনামা সম্পাদন করিয়া দিব।
তফসিল
মৌজার নাম……………..জে, এল, নং………………..
উপজেলা/থানা…………..জিলা………………
খতিয়ান নং
| দাগ নং | জমির শ্রেণী
| দাগের এরিয়া
|
মোকাম………..
তারিখ.........
নির্ধারিত কর্তৃপক্ষ।
১৯৮৪সনের ভূমি সংকর বিধিমালার৬(8) বিধি অনুযায়ী বর্গাচুক্তি নামার সাধারণরেজিস্টার ।
(পরবর্তীতেনামজারীর সুবিধার্থে প্রতিটি বর্গাচুক্তি নামার জন্য একটি পৃষ্ঠাব্যবহার করিতে হইবে)
বর্গাচুক্তিভুক্ত ভুমির বিবরণ
| ||||||||||
বর্গাচুক্তি নামার ক্রমিক নং এবং চুক্তি সম্পাদনের তারিখ | মালিকেরনাম, পিতার নাম ও ঠিকানা
| ব্গাদারের নাম,পিতার নামও ঠিকানা
| মৌজার নাম | জে,এল নং | খতিয়ান নং | দাগ নং | শ্রেনি | পরিমান | বর্গাচুক্তির মেয়াদ | মন্তব্য |
১ | ২ | ৩ | ৪(ক) | ৪(খ) | ৪(গ) | ৪(ঘ) | ৪(ঙ) | ৪(চ) | ৫ | ৬ |
ফরম ‘ঝ’
১৯৮৪ সনের ভূমি সংস্কার অধ্যাদেশের ১০ ধারার (১) উপ-ধারা এবং উহার অধীনে প্রণীত বিধিমালার ৭(১) বিধি অনুসারে মত বর্গাদারের স্হুলবর্তী ওয়ারিশগণের নাম জারীর আবেদন পত্র।
বরাবর :……… (কর্তৃপক্ষ)
………… ……………
দরখাস্তকারীর/দরখাস্তকারীদের নাম ও ঠিকানাঃ ……………………
মহোদয়,
নিবেদন এই, নিম্নের তপসিলভূক্ত ভূমি আমার (দরখাস্তকারীর)/আমাদের দরখাস্তকারী- গণের) পিতা...... ..(অমক)……….মালিকের নিকট হইতে……..নং বর্গাচুক্তিনামা বলে বর্গা গ্রহণ বর্গাচাষ করিতেছিলেন।বিগত ..তারিখে তিনি মারা করিয়া... গিয়াছেন। আমি/আমরা দরখাস্তকারী/দরখাস্তকারীগণ তাহার স্থলবর্তী ওয়ারিশ। এই সংগে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য/চেয়ারম্যানের নিকট হইতে একটি প্রত্যয়নপত্র দাখিল করিলাম। আমি/আমরা আমার/আমাদের পিতা কর্তৃক বা বর্গা চুক্তি মূলে প্রাপ্ত নিম্ন তপসিল- ভুক্ত ভূমি বর্গাচাষ করিতে সম্পূর্ণ সক্ষম।
অতএব, প্রার্থনা…..নং বর্গাচুক্তি স্বাক্ষর ম্যাদ পর্যন্ত যাহাতে আমি/আমরা ঐ চুক্তিভুক্ত ভুমি চাষাবাদ চালাইয়া যাইতে পারি, সেইজন্য সংশ্লিষ্ট রেজিষ্টারে আমার/আমাদের মতে পিতার নামের হলে ওয়ারিশ হিসাবে আমার/আমাদের নাম তালিকাভুক্ত বা নামজারী করিতে মর্জি হয়। তারিখ.....................
১।
২।
৩।
……………………
(দস্তখত বা টিপসহি)
তফসিল
মৌজা………………………নং……………উপজেলা…………………
জিলা……………খতিয়ান নং………………দাগ নং……………
পরিমান……………………
ফরম ‘ট’
১৯৮৪সনের ভূমি সংস্কার অধ্যাদেশের১২ ধারার (৩) উপ-ধারাএবং উহার অধীনে ভূমিসংস্কার বিধিমালার ৮(১) বিধিঅনুসারে মালিক ও বর্গাদারের মধ্যেবর্গা ফসলের ভাগ প্রদান ওপ্রাপ্তির রশিদ।
১। মালিকের নাম ও ঠিকানা:
২। বর্গাদারের নাম ও ঠিকানা:
৩। বর্গা চুক্তিনামার নম্বর:
৪। মোট উৎপন্ন শস্যেরবিবরণী ও পরিমাণঃ সন..... পরিমাণ... ...মৌসম...
৫। মালিকের প্রাপ্য অংশ ও পরিমাণঃঅংশ.. পরিমাণ... উপরে বর্ণিত মালিকেরপ্রাপ্য ফসলের অংশ মালিককে বুঝাইয়াদিলাম।
বর্গাদারের স্বাক্ষর/টিপসহি
ও তারিখ।
আমারপ্রাপ্য ফসলের অংশ বর্গাদারের নিকটহইতে বুঝিয়া পাইলাম।
মালিকের/প্রতিনিধিরস্বাক্ষর/টিপসহি
তারিখ:
By order of the President
ABDUL BARI TARAFDAR
Deputy Secretary.
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে লগইন করুন।
এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!