আইন
হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩
প্রকাশ: 13 Feb, 2023
প্রকাশক: গেজেট
বর্ষ: 2023
নং: ২০
দেখা হয়েছে: 66 বার
মন্তব্য: 0
প্রস্তাবনা
সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত আইনটি ৩০ মাঘ, ১৪২৯ মোতাবেক ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে রাষ্ট্রপতির সম্মতিলাভ করিয়াছে এবং এতদ্বারা এই আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা যাইতেছে :—
উদ্দেশ্য
যেহেতু Hats and Bazars (Establishment and Acquisition) Ordinance, 1959 (Ordinance No. XIX of 1959) রহিতক্রমে যুগোপযোগী করিয়া নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে লগইন করুন।
এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!