কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, সংশোধনী-২০১৮

বিস্তারিত / তফসিল
নং ৩১.০০.০০০০.041.41.008.14.৯৫—বিগত ১২ মে ১৯৯৭ খ্রিঃ তারিখের গেজেটে প্রকাশিত কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালার সংশোধনী আনয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় উক্ত নীতিমালার ৩৪.০ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় কৃষি খাসজমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ৩৩ তম সভার অনুমোদনক্রমে সরকার নিম্নরূপ নতুন বিধান সংযোজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত অনুসারে কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭ এর সংযোজিত ১.৪ অনুচ্ছেদের পর ১.৫ অনুচ্ছেদ নিম্নরূপে সংযোজিত হবে :
“১.৫ কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা' ১৯৯৭ অনুসারে ৯৯ বছর মেয়াদী বন্দোবস্ত গ্রহীতা বা তাঁর বৈধ ওয়ারিশগণ অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পাবেন ।
২। নীতিমালায় নতুন বিধান সংযোজনের অংশটুকু সকলের অবগতির জন্য জারি করা হলো । বিজ্ঞপ্তি গেজেটে প্রকাশের তারিখ হতে কার্যকর হবে।
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে লগইন করুন।
এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!