বিধিমালা

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩

প্রকাশ: 10 Dec, 2023 প্রকাশক: গেজেট বর্ষ: 2023 নং: ৯ দেখা হয়েছে: 83 বার মন্তব্য: 0
Cover image for ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩

প্রস্তাবনা

এস, আর, ও নং-৩৩১-আইন/২০২৩ সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৫৯(১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪০(২) অনুচ্ছেদের বিধান মোতাবেক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে, নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা:–

বিস্তারিত / তফসিল

তফসিল-১
[বিধি ২(খ), ৩(২), ৬(৪), ৭, ৮(১) ও (৩) দ্রষ্টব্য]
ক্রমিক নম্বরপদের নামসরাসরি
নিয়োগের
ক্ষেত্রে সর্বোচ্চ
বয়সসীমা
নিয়োগ পদ্ধতিপ্রয়োজনীয় যোগ্যতা
(১)(২)(৩)(8)(৫)
১|মহাপরিচালক-প্রেষণে বদলির মাধ্যমে

বিসিএস

(প্রশাসন)
ক্যাডারের
গ্রেড-১ পদমর্যাদার কর্মকর্তাগণের
মধ্য হইতে ।

২|পরিচালক
(প্ৰশাসন)
-প্রেষণে বদলির মাধ্যমেসরকারের যুগ্ম-সচিব পদমর্যাদার
কর্মকর্তাগণের মধ্য হইতে ।
৩|পরিচালক
(ভূমি রেকর্ড)
-প্রেষণে বদলির মাধ্যমেসরকারের যুগ্ম-সচিব পদমর্যাদার
কর্মকর্তাগণের মধ্য হইতে ।
8|পরিচালক
(জরিপ)
-প্রেষণে বদলির মাধ্যমেসরকারের যুগ্ম-সচিব পদমর্যাদার
কর্মকর্তাগণের মধ্য হইতে ।
৫|উপ-পরিচালক
(প্ৰশাসন)
-প্রেষণে বদলির মাধ্যমেসরকারের যুগ্ম-সচিব পদমর্যাদার
কর্মকর্তাগণের মধ্য হইতে ।
৬ ।উপ-পরিচালক
(সেটেলমেন্ট
অপারেশন)
-প্রেষণে বদলির মাধ্যমেসরকারের যুগ্ম-সচিব পদমর্যাদার
কর্মকর্তাগণের মধ্য হইতে ।
৭|

উপ-পরিচালক

(অর্থ ও বাজেট)

-প্রেষণে বদলির মাধ্যমেসরকারের যুগ্ম-সচিব পদমর্যাদার
কর্মকর্তাগণের মধ্য হইতে ।
৮|উপ-পরিচালক
(জরিপ)
-পদোন্নতির মাধ্যমে;
তবে পদোন্নতিযোগ্য
প্রার্থী পাওয়া না গেলে
প্রেষণে বদলির মাধ্যমে
পদোন্নতির ক্ষেত্রে:
সহকারী পরিচালক (জরিপ) বা
সহকারী পরিচালক (প্রিন্টিং) পদে
অন্যূন ১২ (বার) বৎসরের চাকরি ।
প্রেষণে বদলির ক্ষেত্ৰে :
সরকারের উপ-সচিব পদমর্যাদার
কর্মকর্তাগণের মধ্য হইতে ।"
(১)(২)(৩)(8)(৫)
৯।সহকারী সিস্টেম
এনালিস্ট
সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী ।
১০।চার্জ অফিসার-প্রেষণে বদলির মাধ্যমেসিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাগণের মধ্য হইতে।
১১।

 
সহকারী
পরিচালক
(জরিপ)
-পদোন্নতির মাধ্যমেকানুনগো/উপ-সহকারী সেটেলমেন্টঅফিসার পদে অন্যূন ৭ (সাত) বৎসরের চাকরি।
১২।সহকারী
পরিচালক
(প্রিন্টিং)
-পদোন্নতির মাধ্যমেকানুনগো/উপ-সহকারী সেটেলমেন্টঅফিসার পদে অন্যূন ৭ (সাত) বৎসরের চাকরি।
১৩।সহকারী
মেইনটেন্যান্স
ইঞ্জিনিয়ার
সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী ।
১৪।কানুনগো/উপ- সহকারী
সেটেলমেন্ট
অফিসার
৩০ বৎসর

(ক) ৫০% পদপদোন্নতির মাধ্যমে; তবে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরিনিয়োগের মাধ্যমে; এবং

 

(খ) ৫০% পদসরাসরি নিয়োগের মাধ্যমে

পদোন্নতির ক্ষেত্রে:

 

সহকারী জরিপ অফিসার পদে অন্যূন ৬ (ছয়) বৎসরেরচাকরি।

 

সরাসরি নিয়োগের ক্ষেত্রে:

 

(ক) কোনো স্বীকৃতবিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়েদ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহস্নাতক (সম্মান) ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহস্নাতকোত্তর ডিগ্রি; এবং

 

(খ) শিক্ষা জীবনেএকাধিক তৃতীয় বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএগ্রহণযোগ্য নয়; এবং

 

(গ) কোনো স্বীকৃতকারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতেঅন্যূন ৪ (চার) বৎসরমেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িংটেকনোলজি) ডিগ্রি থাকিতে হইবে; এবং

 

(ঘ) তফসিল-২অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

(১)(২)(৩)(8)(৫)
১৫।প্রশাসনিক
কর্মকর্তা
-পদোন্নতির মাধ্যমেপ্রধান সহকারী বা হিসাবরক্ষক বা
ক্যাশিয়ার বা সাঁটলিপিকার-কাম-
কম্পিউটার অপারেটর পদে অন্যূন
৭ (সাত) বৎসরের চাকরি ।
১৬ ।সহকারী জরিপ
অফিসার
৩০ বৎসর

(ক) ৫০% পদপদোন্নতির মাধ্যমে; তবে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরিনিয়োগের মাধ্যমে; এবং

 

(খ) ৫০% পদসরাসরি নিয়োগের মাধ্যমে

পদোন্নতির ক্ষেত্রে:

 

(ক) হেড ড্রাফটসম্যানপদে অন্যূন ৩ (তিন) বৎসরেরচাকরি; অথবা

 

(খ) সিনিয়র ড্রাফটসম্যানবা প্রিন্টিং সুপারভাইজার পদে অন্যূন ৬ (ছয়) বৎসরেরচাকরি; অথবা

 

(গ) হেড কম্পিউটরবা সিনিয়র সাব-সার্ভেয়ার পদে অন্যূন ১০ (দশ) বৎসরের চাকরি।

 

সরাসরি নিয়োগের ক্ষেত্রে:

 

(ক) কোনো স্বীকৃতবিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়েদ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহস্নাতক (সম্মান) ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণিবা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি; এবং

 

(খ) শিক্ষা জীবনেএকাধিক তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএগ্রহণযোগ্য নয় অথবা কোনোস্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িংটেকনোলজি) ডিগ্রি; এবং

 

(গ) তফসিল-৩অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

(১)(২)(৩)(8)(৫)
১৭।হেড ড্রাফটসম্যান-পদোন্নতির মাধ্যমেসিনিয়র ড্রাফটসম্যান পদে অন্যূন
৩ (তিন) বৎসরের চাকরি ।
১৮।সিনিয়র
ড্রাফটসম্যান
-পদোন্নতির মাধ্যমেড্রাফটসম্যান পদে অন্যূন ৬ (ছয়)
বৎসরের চাকরি।
১৯।প্রিন্টিং
সুপারভাইজার
-পদোন্নতির মাধ্যমেহেড জিংক-কারেক্টর বা হেড
প্রিন্টার বা হেড গ্রেইনারবা হেড
ফটোম্যান বা ক্যামেরাম্যান পদে
অন্যূন ৩ (তিন) বৎসরেরচাকরি ।
২০।প্রধান সহকারীমন্ত্রণালয় বা বিভাগের সংযুক্তঅধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী।
২১।হিসাবরক্ষকমন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাবকোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ অনুযায়ী ।
২২।ক্যাশিয়ারমন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাবকোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ অনুযায়ী ।
২৩।উচ্চমান সহকারীমন্ত্রণালয় বা বিভাগের সংযুক্তঅধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী।
২৪ ।সাঁটলিপিকার-
কাম কম্পিউটার অপারেটর
মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্তঅধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী।
২৫ ।কম্পিউটার
অপারেটর
সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী
২৬।হেড জিংক- কারেক্টর-পদোন্নতির মাধ্যমেজিংক-কারেক্টর পদে অন্যূন ৬ (ছয়) বৎসরেরচাকরি ।
২৭।হেড প্রিন্টার-পদোন্নতির মাধ্যমেজিংক-কারেক্টর পদে অন্যূন ৬ (ছয়) বৎসরেরচাকরি ।
২৮।হেড গ্রেইনার-পদোন্নতির মাধ্যমে(ক) হেড মেশিনম্যানপদে অন্যূন
৬ (ছয়) বৎসরের চাকরি;
অথবা
(খ) গ্রেইনার পদে অন্যূন ১০ (দশ)
বৎসরের চাকরি।"
(১)(২)(৩)(8)(৫)
২৯।হেড ফটোম্যান
  •  
পদোন্নতির মাধ্যমেফটোম্যান পদে অন্যূন ৬ (ছয়) বৎসরেরচাকরি।
৩০ ।ক্যামেরাম্যান৩০ বৎসরসরাসরি নিয়োগের মাধ্যমে(ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ: এবং | (খ) কোনো স্বীকৃতইনস্টিটিউট বা
প্রতিষ্ঠান হইতে ফটোগ্রাফি বিষয়ে ডিপ্লোমা; এবং (গ) তফসিল-৫অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
৩১।রেকর্ড কিপার-পদোন্নতির মাধ্যমেসহকারী রেকর্ড কিপার পদে অন্যূন ৫ (পাঁচ) বৎসরের চাকরি ।
৩২।হেড কম্পিউটর-পদোন্নতির মাধ্যমেকম্পিউটর পদে অন্যূন ৩ (তিন)
বৎসরের চাকরি।
৩৩।সিনিয়র সাব-
সার্ভেয়ার
-পদোন্নতির মাধ্যমে সাব-সার্ভেয়ার পদে অন্যূন ৩ (তিন) বৎসরের চাকরি। 
৩৪ ।ড্রাফটসম্যান

 
৩০ বৎসর(ক) ৫০% পদ পদোন্নতির
মাধ্যমে; তবে পদোন্নতিযোগ্য প্রার্থীপাওয়া না গেলে সরাসরি
নিয়োগের মাধ্যমে; এবং
(খ) ৫০% পদ সরাসরি
নিয়োগের মাধ্যমে

পদোন্নতির ক্ষেত্রে:

জিংক-কারেক্টর পদে অন্যূন ৩ (তিন) বৎসরেরচাকরি। সরাসরি নিয়োগের ক্ষেত্রে:

(ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়উত্তীর্ণ; এবং

(খ) কোনো স্বীকৃতকারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতেঅন্যূন ৬ (ছয়) মাসেরসিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদ; এবং

(গ) তফসিল-৫অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

৩৫ ।মেকানিক৩০ বৎসরসরাসরি নিয়োগের মাধ্যমে(ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক
স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এ অন্যূন ৬  (ছয়) মাসের ট্রেড কোর্স সনদ; এবং
(গ) তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
৩৬।গাড়ি চালকসরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী।
৩৭ ।সাব-সার্ভেয়ার৩০ বৎসরসরাসরি নিয়োগের মাধ্যমে(ক) বাংলাদেশ কারিগরিশিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে ৪ (চার) বৎসরমেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) সার্টিফিকেট; এবং (খ) তফসিল-৪অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ।
৩৮।কম্পিউটর৩০ বৎসরসরাসরি নিয়োগের মাধ্যমে(ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কম্পিউটার MS Office চালনায় অভিজ্ঞ; এবং (গ) তফসিল-৪অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
৩৯। জিংক-কারেক্টর


 
৩০ বৎসরসরাসরি নিয়োগের মাধ্যমে(ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) তফসিল-৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।"
(১)(২)(৩)(8)(৫)
80)বাউন্ডারি আমিন৩০ বৎসরসরাসরি নিয়োগের
মাধ্যমে

(ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুলসার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতেজরিপ বিষয়ে অন্যূন ৬ (ছয়) মাসেরট্রেড কোর্স সনদ; এবং

 

(খ) তফসিল-৪অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

৪১।হেড-মেশিনম্যান-পদোন্নতির মাধ্যমেগ্রেইনার পদে অন্যূন ৫ (পাঁচ) বৎসরেরচাকরি।
৪২।প্রিন্টার৩০ বৎসর(ক) ২০% পদ পদোন্নতির
মাধ্যমে; তবে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়ানা গেলে সরাসরি
নিয়োগের মাধ্যমে; এবং
(খ) ৮০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে

পদোন্নতির ক্ষেত্রে:
গ্রেইনার পদে অন্যূন ৫ (পাঁচ) বৎসরেরচাকরি।
সরাসরি নিয়োগের ক্ষেত্রে

: (ক) কোনো স্বীকৃতইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন
ইঞ্জিনিয়ারিং (প্রিন্টিং
টেকনোলজি) অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ
বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) প্রিন্টিং কাজে পারদর্শি; এবং
(গ) তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

৪৩| ফটোম্যান৩০ বৎসর(ক) ৩০% পদ
পদোন্নতির মাধ্যমে;
তবে পদোন্নতিযোগ্য
প্রার্থী পাওয়া না
গেলে সরাসরি
নিয়োগের মাধ্যমে;
এবং
(খ) ৭০% পদ সরাসরি
নিয়োগের মাধ্যমে
পদোন্নতির ক্ষেত্রে:
ফ্রেম ক্যারিয়ার পদে অন্যূন
৬ (ছয়) বৎসরের চাকরি ।
| সরাসরি নিয়োগের ক্ষেত্রে:
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে
অন্যূন দ্বিতীয় বিভাগ বা
সমমানের জিপিএসহ উচ্চ
মাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;"
(খ)
ফটোগ্রাফি কাজে অভিজ্ঞ;
এবং
(গ)
তফসিল-৫ অনুযায়ী গৃহীত
88|হিসাব সহকারী৩০ বৎসরসরাসরি নিয়োগের মাধ্যমে(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ; এবং
(খ) কম্পিউটার MS Office চালনায় অভিজ্ঞ; এবং
(গ) তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
৪৫|

অফিস

সহকারী-
কাম-কম্পিউটার
মুদ্রাক্ষরিক

মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্তঅধিদপ্তর, নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী।
৪৬ ।সহকারী রেকর্ড কিপার৩০ বৎসরসরাসরি নিয়োগের মাধ্যমে

(ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়উত্তীর্ণ এবং

 

(খ) কম্পিউটার MS Office চালনায় অভিজ্ঞ; এবং

 

(গ) তফসিল-৪অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ

৪৭।লাইব্রেরিয়ান৩০ বৎসরসরাসরি নিয়োগের মাধ্যমে

(ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতেগ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি; এবং

 

(খ) তফসিল-৪অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ

৪৮।স্টোর কিপার৩০ বৎসরসরাসরি নিয়োগের মাধ্যমে

(ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়উত্তীর্ণ এবং

 

(খ) কম্পিউটার MS Office চালনায় অভিজ্ঞ; এবং

 

(গ) তফসিল-৪অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ

৪৯।ডেসপাচার৩০ বৎসরসরাসরি নিয়োগের মাধ্যমে

ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়উত্তীর্ণ এবং

 

(খ) কম্পিউটার MS Office চালনায় অভিজ্ঞ; এবং

 

(গ) তফসিল-৪অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ

৫০ ।বুক বাইন্ডার৩০ বৎসরপদোন্নতির মাধ্যমে,
তবে পদোন্নতিযোগ্য
প্রার্থী পাওয়া না গেলে
সরাসরি নিয়োগের
মাধ্যমে| 

পদোন্নতির ক্ষেত্রে:

 

(ক) অফিস সহায়কপদে অন্যূন ৭ (সাত) বৎসরেরচাকরি; এবং

 

(খ) বই বাধাঁইকাজে অভিজ্ঞ।

 

সরাসরি নিয়োগের ক্ষেত্রে:

 

(ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়উত্তীর্ণসহ বই বাধাঁই কাজেঅভিজ্ঞ; এবং

 

(খ) তফসিল-৬অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ

৫১।কার্পেন্টারবর্তমানে চাকরিতে কর্মরত কর্মচারীর পদটি পদোন্নতি, অবসর, মৃত্যু বা অন্য কোনো কারণেশূন্য হইলে উক্ত পদটি অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০১৮ অনুযায়ী।
৫২।গ্রেইনার৩০ বৎসর(ক) ৫০% পদ
পদোন্নতির মাধ্যমে; তবে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি
নিয়োগের মাধ্যমে; এবং (খ) ৫০% পদসরাসরি
নিয়োগের মাধ্যমে
টিন্ডেল বা রেকর্ড সাপ্লাইয়ার পদে
অন্যূন ৫ (পাঁচ) বৎসরেরচাকরি ।
সরাসরি নিয়োগের ক্ষেত্রে :
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে
অন্যূন দ্বিতীয় বিভাগ বা
সমমানের জিপিএসহ উচ্চ
মাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) তফসিল-৬ অনুযায়ী গৃহীত
পরীক্ষায় উত্তীর্ণ ।
৫৩ ।ফ্রেম ক্যারিয়ার-পদোন্নতির মাধ্যমেটিন্ডেল বা রেকর্ড সাপ্লাইয়ারপদে
অন্যূন ৩ (তিন) বৎসরেরচাকরি ।
৫৪ ।ক্যাশ সরকারমন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাবকোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ অনুযায়ী।
৫৫ ।রেকর্ড সাপ্লাইয়ার-পদোন্নতির মাধ্যমেঅফিস সহায়ক পদে অন্যূন ৩ (তিন) বৎসরের চাকরি ।
৫৬।টিন্ডেল-পদোন্নতির মাধ্যমেঅফিস সহায়ক পদে অন্যূন ৩ (তিন) বৎসরের চাকরি ।
৫৭।ম্যাপ কাউন্টার৩০ বৎসরসরাসরি নিয়োগের মাধ্যমে(ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে
অন্যূন দ্বিতীয় বিভাগ বা
সমমানের জিপিএসহ মাধ্যমিক
স্কুল সার্টিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ; এবং
| (খ) তফসিল-৬ অনুযায়ী গৃহীত
পরীক্ষায় উত্তীর্ণ ।
৫৮ ।নিরাপত্তা প্রহরীবর্তমানে চাকরিতে কর্মরত কর্মচারীর পদটি পদোন্নতি, অবসর, মৃত্যু বা অন্যা কোনো কারণেশূন্য হইলে উক্ত পদটি অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০১৮ অনুযায়ী।
৫৯।অফিস সহায়ক৩০ বৎসরসরাসরি নিয়োগের মাধ্যমে(ক) কোনো স্বীকৃতবোর্ড হইতে
অন্যূন দ্বিতীয় বিভাগ বা
সমমানের জিপিএসহ মাধ্যমিক
স্কুল সার্টিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ; এবং
| (খ) তফসিল-৬ অনুযায়ী গৃহীত
পরীক্ষায় উত্তীর্ণ ।

 

 

 

 

 

তফসিল-২
[বিধি ২(খ) দ্রষ্টব্য]
কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্টঅফিসার পদে সরাসরি নিয়োগ প্রার্থীদের পরীক্ষার নাম, বিষয়,
নম্বর, সর্বনিম্ন পাশ নম্বর ও সময়
পরীক্ষার নামপরীক্ষার বিষয়মোট নম্বরসর্বনিম্ন পাশ
নম্বর
সময়
(1)(2)(৩)(8)(৫)
লিখিত পরীক্ষা১। বাংলা২০৫০%৯০মিনিট
২। ইংরেজি২০
৩ । গণিত২০
৪ । সাধারণজ্ঞান ও পদ সংশ্লিষ্ট৩০
 মোট৯০  
মৌখিক পরীক্ষা ১০  
 সর্বমোট:১০০  

 

ব্যাখ্যা: মৌখিক পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেয়েপৃথকভাবে পাশ করিতে হইবে।

 

তফসিল-৩
[বিধি ২(খ) দ্রষ্টব্য]
সহকারী জরিপ অফিসার পদে সরাসরি নিয়োগ প্রার্থীদের পরীক্ষার নাম বিষয়,
নম্বর, সর্বনিম্ন পাশ নম্বর ও সময়
পরীক্ষার নামপরীক্ষার বিষয়মোট নম্বরসর্বনিম্ন পাশ
নম্বর
সময়
(1)(2)(৩)(8)(৫)
লিখিত পরীক্ষা১। বাংলা২০৫০%৯০ মিনিট
২। ইংরেজি২০
৩ । গণিত১৫
৪ । সাধারণজ্ঞান ১৫
 ৫। বিষয়ভিত্তিক২০  
 মোট৯০  
মৌখিক পরীক্ষা ১০  
সর্বমোট:১০০  

 

ব্যাখ্যা: মৌখিক পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেয়েপৃথকভাবে পাশ করিতে হইবে।

তফসিল-৪
[বিধি ২(খ) দ্রষ্টব্য]
সাব-সার্ভেয়ার, কম্পিউটর, জিংক কারেক্টর, বাউন্ডারি আমিন, সহকারী রেকর্ড কিপার,
লাইব্রেরিয়ান, স্টোর কিপার, ডেসপাচার পদে সরাসরি নিয়োগ প্রার্থীদের পরীক্ষার নাম, বিষয়, নম্বর,
সর্বনিম্ন পাশ নম্বর ও সময়
পরীক্ষার নামপরীক্ষার বিষয়মোট নম্বরসর্বনিম্ন পাশ
নম্বর
সময়
(1)(2)(৩)(8)(৫)
লিখিত পরীক্ষা১। বাংলা২০৫০%৯০ মিনিট
২। ইংরেজি২০
৩ । গণিত ও পদ সংশ্লিষ্ট৩০
৪ । সাধারণজ্ঞান ২০
 মোট৯০
মৌখিক পরীক্ষা ১০  
সর্বমোট:১০০  

 

ব্যাখ্যা: মৌখিক পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেয়েপৃথকভাবে পাশ করিতে হইবে।

 

তফসিল-৫
[বিধি ২(খ) দ্রষ্টব্য]
২৭৬১৯
হিসাব সহকারী, ড্রাফটসম্যান, ক্যামেরাম্যান, প্রিন্টার, ফটোম্যান, মেকানিক পদে সরাসরি নিয়োগ
প্রার্থীদের পরীক্ষার নাম, বিষয়, নম্বর, সর্বনিম্ন পাশ নম্বর ও সময়
পরীক্ষার নামপরীক্ষার বিষয়মোট নম্বরসর্বনিম্ন পাশ
নম্বর
সময়
(1)(2)(৩)(8)(৫)
লিখিত পরীক্ষা১। বাংলা২০৫০%৯০ মিনিট
২। ইংরেজি২০
৩ । গণিত ও পদ সংশ্লিষ্ট৩০
৪ । সাধারণজ্ঞান ২০
 মোট৯০
মৌখিক পরীক্ষা ১০  
সর্বমোট:১০০  

ব্যাখ্যা: ব্যবহারিক পরীক্ষায় স্বতন্ত্রভাবে উত্তীর্ণ হইতে হইবে এবংমৌখিক পরীক্ষায় কমপক্ষে ৫০%
নম্বর পেয়ে পৃথকভাবে পাশ করিতে হইবে।

 

তফসিল-৬
[বিধি ২(খ) দ্রষ্টব্য]
বুক বাইন্ডার, গ্রেইনার, অফিস সহায়ক, ম্যাপ কাউন্টার পদে সরাসরি নিয়োগ প্রার্থীদের পরীক্ষার নাম
বিষয়, নম্বর, সর্বনিম্ন পাশ নম্বর ও সময়
পরীক্ষার নামপরীক্ষার বিষয়মোট নম্বরসর্বনিম্ন পাশ
নম্বর
সময়
(1)(2)(৩)(8)(৫)
লিখিত পরীক্ষা১। বাংলা২৫৫০%৯০ মিনিট
২। ইংরেজি২৫
৩ । গণিত  ২০
৪ । সাধারণজ্ঞান ২০
 মোট৯০
মৌখিক পরীক্ষা ১০  
সর্বমোট:১০০  

 

শেয়ার করুন:

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!