নীতিমালা

কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, সংশোধনী-২০১৫

প্রকাশ: 24 Feb, 2015 প্রকাশক: গেজেট বর্ষ: ২০১৫ নং: ভূঃমঃ/খাসজমি শাখা-২/খাজব-০৮/২০১৪-৯০ দেখা হয়েছে: 29 বার মন্তব্য: 0
Cover image for কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, সংশোধনী-২০১৫

বিস্তারিত / তফসিল

নং ভূঃমঃ/খাসজমি শাখা-২/খাজব-০৮/২০১৪-৯০ – বিগত ১২ মে, ১৯৯৭ইং তারিখের গেজেটে প্রকাশিত কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালার সংশোধনী আনয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় উক্ত নীতিমালার ৩৪.০ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় কৃষি খাসজমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ৩২তম সভার অনুমোদনক্রমে সরকার নিম্নরূপ নতুন বিধান সংযোজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত অনুসারে কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭ এর ১.৩ অনুচ্ছেদের পর ১.৪ অনুচ্ছেদ নিম্নরূপে সংযোজিত হবে : 

“১.৪ প্রাপ্যতা সাপেক্ষে ন্যূনতম পরিমাণ কৃষি খাসজমি জনস্বার্থে ও সরকারি প্রয়োজনে বন্দোবস্ত দেওয়া যাইবে। এই ক্ষেত্রে অকৃষি খাসজমি বন্দোবস্ত প্রদানের বর্তমান প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করিতে হইবে।"
২। নীতিমালায় নতুন বিধান সংযোজনের অংশটুকু সকলের অবগতির জন্য জারি করা হলো।
এ বিজ্ঞপ্তি গেজেটে প্রকাশের তারিখ হতে কার্যকর হবে।

শেয়ার করুন:

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!